1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সালমানের নকল করা সেই ভক্তকে গ্রেপ্তার করল পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
বলিউড মেগাস্টার সালমান খানের ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। বিশ্বব্যাপী রয়েছে তার ভক্তকুল। কেউ যেমন পর্দায় তাকে দেখতে মুখিয়ে থাকে, কেউ বা অভিনেতার কপি করে বিনোদন দেয় সবাইকে। তেমনই এক অনুরাগী আজম আনসারী।
সালমান খানকে কপি করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করেন তিনি। তবে এবার সালমান খানের জন্য বেশ বিপাকেই পড়েছেন এ ভক্ত।
এবিপি লাইভের প্রতিবেদন অনুসারে, আজমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নাকি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন এবং রাস্তায় যানজটের সৃষ্টি করছিলেন। এখানেই শেষ নয়, হাতে বন্দুক নিয়ে রিল তৈরি করছিলেন আজম আনসারী।
মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন তিনি। একটি ভিডিওতে আজম দাবি করেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিও পোস্ট করেছেন আজম।
 সব কয়টি ভিডিওতে আজম সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজম আনসারী ২০২২ সালেই তার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে আজম একটি ভিডিওতে বলেছেন, ‘আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এলো না। সারা রাত আমি আটকে পড়ে থাকলাম।সালমানের এ অনুরাগী আরো বলেন, ‘রাতে পুলিশ আমাকে মারধর করেছে খুব। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন, আমি কী করেছি?’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট