ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নতুন নতুন গল্পে দর্শক তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখছে কিছুদিন পর পর। আর সেই সব চরিত্র দিয়ে পাচ্ছেন দর্শকদের প্রশংসাও।
এদিকে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করছেন ১৯ বছর ধরে। পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। টেলিভিশন নাটক এবং ওটিটি—দুই মাধ্যমেই সফল তিনি। তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত নাটক বড় ছেলে। যেটি দেখে কেঁদেছে হাজারও দর্শক।
প্রায় ৮ বছর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনীত এই নাটক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে ইউটিউবে এখন পর্যন্ত এই নাটকের ভিউ সংখ্যা ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার। দেশের যেকোনো নাটকের হিসেবেই এই সংখ্যাটা ছিল সর্বোচ্চ।
তবে চলতি সপ্তাহে অপূর্ব-মেহজাবীনের ‘বড় ছেলে’কে পেছনে ফেলেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটক। বর্তমানে ইউটিউবের শীর্ষ নাটকের তকমাও অর্জন করেছে এই ফ্যামিলি ড্রামা।
মাত্র ১১ মাসেই বড় ছেলের ৮ বছরের রেকর্ড ভেঙেছে এই নাটকটি। বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত নাটকের ভিউ সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার। এর আগে দেশের কোনো নাটকে এত ভিউ সংখ্যার দেখা মেলেনি।