1. binodontimes25@gmail.com : বিনোদন টাইমস : বিনোদন টাইমস
  2. info@www.binodontimes.online : বিনোদন টাইমস :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

প্রথমবার দক্ষিণী সিনেমায় কারিনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিয়ের পর অভিনয় কমিয়ে স্বামী-সন্তান ও সংসার নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিনা কাপুর। কাজ থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন।

২০২৩ সালই ঘুরিয়ে দেয় তার ভাগ্যচক্র। ‘জানে জান’ শিরোনামের একটি ওয়েব সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেমা সমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হয়েছে সাইফ আলী খানের স্ত্রী কারিনার অভিনয়।

তার পরই এ অভিনেত্রীর ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন অনেক হিট সিনেমা উপহার দেওয়া এ অভিনেত্রী।

এবার জানা গেছে, দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কারিনা। মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নামের একটি সিনেমার মধ্য দিয়ে প্রথমবার পর্দায় দেখা যাবে এ জুটিকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেঘনা এবং পৃথ্বীরাজের সঙ্গে একটি ছবি প্রকাশ করে কারিনা লিখেছেন, ‘সবসময় বলেছি, আমি একজন পরিচালককেন্দ্রিক অভিনেত্রী। এবার কাজ করছি আমাদের অন্যতম সেরা পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে। সেই সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ। স্বপ্নের মতো একটি দল। সিনেমাটিতে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।

‘দায়রা’ একটি সামাজিক বাস্তবতাভিত্তিক ক্রাইম-ড্রামা। যেখানে সমাজের অপরাধ, বিচার ব্যবস্থা এবং ন্যায়বিচারের জটিলতা দেখানো হবে বলেই ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক মেঘনা গুলজার।

তিনি বলেন, ‘সিনেমাটি আমাদের সমাজ ও তার কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। সাদা-কালোর মাঝখানে লুকিয়ে থাকা ধূসর দিকগুলো নিয়ে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং মজাদার।

এর আগে দক্ষিণী সিনেমা ‘টক্সিক’-এ কারিনা অভিনয় করছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়।  যেখানে ‘কেজিএফ’ স্টার যশের সঙ্গে জুটি বাঁধার কথাও উল্লেখ করা হয়। কিন্তু কিছুদিন পরই জানা যায় সেটি নিতান্তই গুঞ্জন ছিল।

ভারতীয় গণমাধ্যম পরবর্তীতে জানায় কারিনা নয়, ‘টক্সিক’-এ অভিনয় করছেন কিয়ারা আদভানি। তবে কারিনাকে নিয়ে এমন গুঞ্জন নতুন নয়, এর আগেও বহুবার তাকে নিয়ে এমন ভিত্তিহীন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট